ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

আপিল করবেন দল থেকে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ২০ নভেম্বর ২০২১ | আপডেট: ১৩:৪৮, ২০ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার দায়ে দলীয় পদ হারানোর পর শনিবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম। এসময় আবেগ তাড়িত কন্ঠে মেয়র জাহাঙ্গীর বলেন, আমার বিষয়ে দলীয় সিদ্ধান্ত কে বিবেচনা করতে আপিল আবেদন করব। 

এসময় তিনি অভিযোগ করে বলেন, “ছাত্র রাজনীতি করার সময় থেকে একটি প্রতিপক্ষ আমার নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় আমার ঘরের ভিতরে বসে তিন ঘন্টার আলাপচারিতাকে খন্ড খন্ড করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।” 

এ সময় তিনি আরো বলেন, “আমি কোন ভুল করিনি, তবুও মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমি মাথা পেতে নিব।”

এসময় তিনি তার আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ ফিরে পাবার আকুতি জানান। মেয়র বলেন, “আমি কোন অন্যায় করিনি অপরাধ করিনি। আমি এ সাধারণ সম্পাদক পদ চাইনা। বাকি জীবন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও সমর্থক হয়ে থাকতে চাই।” 

এদিকে দলের সিদ্ধান্তকে সঠিক দাবি করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।
এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি